আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়কে রোহিঙ্গা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিয়ানমার সরকার। এর পরিবর্তে তাদেরকে ‘ইসলামে বিশ্বাসী জনগণ’ বলতে বলা হয়েছে।
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এ নির্দেশ জারি করেছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লির সফরের প্রাক্কালে এ নির্দেশ এলো।
তথ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলেছে, রোহিঙ্গা অথবা বাঙালি বলা যাবে না, তার পরিবর্তে ব্যবহার করতে হবে রাখাইন রাজ্যের ইসলামে বিশ্বাসী জনগণ।
১৬ জুন স্বাক্ষরিত ওই ‘গোপনীয়’ চিঠিতে আরো বলা হয়, আদিবাসী রাখাইনদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ‘রাখাইন রাজ্যের বৌদ্ধ ধর্মে বিশ্বাসী জনগণ’।
চলতি সপ্তাহান্তে জাতিসংঘ দূত লির মিয়ানমার সফরের কথা রয়েছে।
মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের জাতীয়তা নিয়ে দেশটির ধারাবাহিক সরকারগুলো প্রশ্ন তুলে তাদের সব রকমের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করে আসছে।
দেশটিতে ১২ লাখের মত রোহিঙ্গা মুসলিমের বাস।
জাতিসংঘের মতে, রোহিঙ্গারা বর্তমান বিশ্বে সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়।
২২ জুন/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম