বুধবার, ২২ জুন, ২০১৬, ০২:৩১:২৫

ইসলাম ও মুসলিমদের বিরোধিতায় খরচ করা হচ্ছে ১৬২৭ কোটি টাকা, হে আল্লাহ তুমি আমেরিকার মুসলমানদের হোফাজত কর

ইসলাম ও মুসলিমদের বিরোধিতায় খরচ করা হচ্ছে ১৬২৭ কোটি টাকা, হে আল্লাহ তুমি আমেরিকার মুসলমানদের হোফাজত কর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইসলাম ও মুসলিম বিদ্বেষ ছড়ানোর জন্য মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে বলে সোমবার প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেসন্স (কেয়ার) ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রেস এন্ড জেন্ডার কর্তৃক প্রকাশিত একটি যৌথ রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার কমপক্ষে ৭৪ টি গ্রুপ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষ ছড়ানোর জন্য কাজ করছে।

রিপোর্টে বলা হয়েছে, এদের মধ্যে ৩৩ টি গ্রুপের উদ্দেশ্য ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো। এসব গ্রুপ ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ে শুধুমাত্র ইসলাম বিদ্বেষ বাড়ানোর জন্য ২০৬ মিলিয়ন ডলার বা ১৬২৭ কোটি টাকারও বেশি বিনিয়োগ করে।

কেয়ারের পরিচালক কোরি সেইলর বলেন, এসব অর্থ পুরো যুক্তরাষ্ট্র জুড়ে মসজিদগুলোতে হামলা চালানো, ইসলাম বিদ্বেষী ক্যাম্পেইন, মুসলিম বিরোধী সমাবেশ ও ইসলাম নিষিদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পেছনে ব্যয় করা হয়। সূত্র: গার্ডিয়ান
২২ জুন/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে