আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল(অব) নাসের জানজুয়া দাবি করেছেন, চীন ও রাশিয়াকে ঠেকানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে পরমাণু কাঁচামাল সরবরাহ গোষ্ঠী এনএসজি’তে ভারতের অন্তর্ভুক্তির তৎপরতা চালাচ্ছে আমেরিকা। রাজধানী ইসলামাবাদে ‘এনএসজি সদস্যপদ এবং পাকিস্তান’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি দাবি করেন, ৪৮ সদস্য নিয়ে গঠিত এনএসজি’তে ভারতকে অন্তর্ভুক্তির মার্কিন তৎপরতাকে বিশ্বের ক্ষমতার রাজনীতি বা পাওয়ার পলিটিক্সের ধারায় দেখতে হবে। চীনকে নিবৃত্ত করা, রাশিয়ার উত্থান ঠেকানো এবং মুসলমান বিশ্বকে নিয়ন্ত্রিত বিশৃঙ্খলতার মধ্যে রাখাই হলো বিশ্বের ক্ষমতার রাজনীতির বর্তমান ধারা। ভারতকে এনএসজি সদস্যপদ দেয়ার পাইয়ে দেয়ার মার্কিন তৎপরতা এই বৃহত্তর পরিকল্পনা অংশ বলে দাবি করেন তিনি।
এদিকে স্পর্শকাতর বিষয়ে পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এমন প্রকাশ্য মন্তব্যকে নজিরবিহীন বলেছে দেশটির সংবাদ মাধ্যম। অবশ্য জেনারেল জানজুয়া তার এ বক্তব্যকে একান্ত নিজস্ব দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেছেন।-প্যারিস টুডে
২২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই