আন্তর্জাতিক ডেস্ক : সরকারি হাসপাতালে ঠাঁই না হওয়ায় অবশেষে রাস্তার ওপর সন্তান প্রসব করলেন এক মা। ভারতের মুজাফফরনগর দাঙ্গার শিকার এক নারী প্রকাশ্য রাস্তায় সন্তান জন্ম দিলেন।
তার স্বামী বলেছেন, তাকে কান্ধলা শহরের একটি প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার স্ত্রীকে ওই হাসপাতাল ভর্তি করেনি।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
এতে বলা হয়েছে, ২০১৩ সালে মুজাফফরনগরে যে দাঙ্গা হয় তখন তার শিকার হন ৩৫ বছর বয়সী ওই নারী। তিনি বাস্তুচ্যুত হন। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হন তিনি।
মঙ্গলবার তার প্রসব বেদনা উঠলে ওই হাসপাতালে নিয়ে যান তার স্বামী। কিন্তু সেখানে গিয়ে বিরূপ আচরণের শিকার হন তিনি।
এ ঘটনায় সেখানকার প্রধান মেডিকেল অফিসারের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, ওই হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা তাকে এই বলে ফিরিয়ে দেন, তার ডেলিভারির সময় আরো তিনদিন পরে। তাদের এ ধরনের কথায় তিনি ফিরে আসেন।
কিন্তু বাসায় ফেরার পথেই রাস্তায় সন্তান প্রসব করেন তিনি। পরে প্রধান মেডিকেল কর্মকর্তা ভি অগ্নিহোত্রির নির্দেশনায় তাকে শামলি জেলার একটি হাসপাতালে নেয়া হয়।
২২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম