বুধবার, ২২ জুন, ২০১৬, ০৬:২৮:০৯

পর্যটকদের আকৃষ্ট করছে পাকিস্তানের ‘শাহ ফয়সাল’ মসজিদ

পর্যটকদের আকৃষ্ট করছে পাকিস্তানের ‘শাহ ফয়সাল’ মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মারাগুলা নামক এলাকায় ‘শাহ ফয়সাল’ মসজিদ পরিদর্শনের জন্য প্রতিদিন পর্যটকদের ভিড় জমছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মারাগুলা এলাকায় ‘শাহ ফয়সাল’ মসজিদটি ইসলামী স্থাপত্যের কারণে পর্যটক স্পটে পরিণত হয়েছে।

‘শাহ ফয়সাল’ মসজিদের কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্র, শনি ও রবিবার (১৭ই জুন থেকে ১৯ই জুন) পর্যন্ত মসজিদ পরিদর্শনের জন্য প্রতিদিন গড়ে ২০ হাজার পর্যটক উপস্থিত হয়েছে।

সবুজ পাহারের মধ্যে এই মসজিদ দেখার জন্য দেশি ও বিদেশি পর্যটকগণ উপস্থিত হচ্ছে।

‘শাহ ফয়সাল’ মসজিদের খাদেম ও মসজিদের লাইব্রেরীর কর্মকর্তা 'কারি গুলজার আহমেদ মাদানী' বলেন, 'দাওয়াত' নামক একাডেমী এই মসজিদরে লাইব্রেরী নির্মাণ করেছে। উক্ত লাইব্রেরী ধর্মীয় ও ইতিহাসের আলোকে সহস্রাধিক গ্রন্থ রয়েছে।

তিনি বলেন, প্রতিদিন শতাধিক মানুষ লাইব্রেরীতে এসে বিভিন্ন গ্রন্থসমূহ অধ্যয়ন করে।

আহমেদ মাদানী আরো বলেন, মসজিদের ভিতের বিশেষ ডিসকাউন্টে গ্রন্থ বিক্রয় করার জন্য একটি দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে দাওয়াত একাডেমী।-ইকনা
২২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে