আন্তর্জাতিক ডেস্ক: সেলফির ঠেলায় পদ খোয়ালেন এক পাক ধর্মগুরু! পাকিস্তানের বিখ্যাত মডেল কেনডেল বালোচের সঙ্গে সেলফি তোলায় পদ ছাড়তে হল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রধান মুফতি কুয়াভিকে।
পাক মডেল কেনডেল বালোচ এক কথায় ইন্টারনেট সেনসেশন। টি-২০ বিশ্বকাপ চলাকালীন বিশেষ করে খবরে উঠে আসেন তিনি। টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারাতে পারলে নিজের উন্মুক্ত ছবি ফেসবুকে পোস্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মডেন। তাছাড়া আইপিএল চলাকালে বিরাট কোহলিকে নিজের সাথে স্নান করার জন্য বাথরুমে আমন্ত্রণে করেছিলেন বালোচ।
এ হেন মডেল-কন্যার সঙ্গে ধর্মীয় গুরুর সেলফি মেনে নিতে পারেনি পাকিস্তান সরকার। পাকিস্তানে ধর্মীয় সংগঠন তেহরিক-ই-ইনসাফের প্রধানের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়। বালোচ জানিয়েছেন, যে ইফতারে তাকে একটি পাঁচতারা হোটেলে আমন্ত্রণ জানান মুফতি। তবে মুফতির দাবি, বালোচ তার মেয়ের মতো। তাকে সুবুদ্ধি ও সদুপদেশ দিতেই ডেকেছিলেন তিনি।
২৪ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস