শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০১:১৭:০০

চিকিত্‍সকের গাফিলতিতে ডান পাঁয়ের বদলে বাম পাঁয়ের অপারেশন!

চিকিত্‍সকের গাফিলতিতে ডান পাঁয়ের বদলে বাম পাঁয়ের অপারেশন!

আন্তর্জাতিক ডেস্ক : পড়ে গিয়ে ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান রবি। পরে জানতে পারেন পা ভেঙ্গে গিয়েছে, অপারেশন করতে হবে। চিকিত্‍সকের পরামর্শে দিল্লির শালিমার বাগের নামী একটি হাসপাতালে ভর্তি হোন তিনি। অপারেশনের জন্য মেডিক্যাল ইনসিওরেন্সের অর্ধেকেরও বেশি টাকা জমা দিয়ে দেন পরিবারের সদস্যরা।

কিন্তু, যা ঘটার ঘটে যায় অপারেশন থিয়েটারে। অর্থোপেডিক সার্জেনের ভুলে ডান পায়ে নয়, অস্ত্রোপচার করা হয় রবির বাঁ পায়ের গোড়ালির হাড়ে! দিল্লির একটি নামী হাসাপাতালে গিয়ে মহাফাঁপরে পড়লেন ২৪ বছর বয়সী রবি রাই।

ভাঙ্গা পায়ে যেখানে যেখানে স্ক্রু লাগানোর কথা, সেই স্কুগুলি ভালো পায়ে লাগিয়ে দেন ওই চিকিত্‍সক। অপারেশন করার পরও ভুল ধরতে পারেননি সর্জেন। জ্ঞান ফেরার পর রবি বুঝতে পারেন, ডান গোড়ালিতে নয়, বা পায়ের গোড়ালি ক্ষত-বিক্ষত করে দিয়েছেন চিকিত্‍সক।

রবির বাব রাম করণ রাই জানিয়েছেন, ''চিকিত্‍সক আমাদের বলেছিলেন, পায়ের হাড় জোড়া লাগানোর জন্য অপারেশন করা দরকার। তাঁর কথা মতো ইনসিওরেন্সের কাগজপত্র জোগাড় করা হয় খুব অল্প সময়ের মধ্যেই। প্রাথমিক সমস্ত কিছু করার পরই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কীভাবে এই চরম ভুলটা হল! চিকিত্‍সার গাফিলতির কারমে চিকিত্‍সককে শাস্তি দেওয়া উচিত।''

গোটা ঘটনায় কোনও হেলদোল নেই ওই নামী হাসপাতালের। চিকিত্‍সকের শাস্তি তো দূর অস্ত, হাসপাতালের কিছু কর্মীর উপর দোষ চাপিয়ে ঘটনাটি পিকে করার চেষ্টা করা হয় বলে দাবি করেন রবির পরিবার।

ঘটনায় বিভ্রান্ত অন্যান্য চিকিত্সকরা। রোগীর পায়ের এক্স-রে করে তার কোথায় স্ক্রু লাগানো হবে, তা চিহ্ণিত করা হয়। এ ক্ষেত্রে ওই চিকিত্‍সক অপারেশন করার সময় কোনও ক্ষত দিখতে না পেয়েও, কীভাবে অপারশন করলেন, সেই প্রশ্ন উঠছে চিকিত্‍সকমহলেই।

আপাতত রবিকে সুস্থ করে তুলতে আর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে বা পায়ের গোড়ালিতে লাগানো স্ক্রু খোলার পরই ডান পায়ের চোট পাওয়া গোড়ালিতে অপারেশন করার পরামর্শ দিয়েছেন এই হাসপাতালের চিকিত্‍সকরা।

২৪ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে