আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদুর। সুতরাং ভগবান অসুস্থ! ভক্তদের দর্শন দেবেন না। ভারতের পুরীর জগন্নাথ ধামে ভক্তদের এটাই বোঝাচ্ছেন মন্দিরের পুরোহিতরা। অতঃপর... হতাশ হয়েই ফিরে যাচ্ছেন দেশ বিদেশের ভক্তরা।
মূলত, ১৫ দিন বন্ধ থাকছে জগন্নাথ মন্দির। তাই দর্শনার্থীদের পুরোহিতরা বলছেন, 'ভগবান বিমার হ্যায়, ওহ ঔষধি সেবন কর রহে হ্যায় অউর পন্দরা দিন আরাম করেঙ্গে।' অর্থাত্, ভগবান অসুস্থ। ওষুধ খাচ্ছেন। ১৫ দিন বিশ্রাম নেবেন। আশীর্বাদ আপাতত মিলবে না।
পুরীর রীতি অনুযায়ী, জগন্নাথ এখানে মানুষেরই মতো। তার দুঃখ, কষ্ট আছে। রয়েছে অসুস্থতাও। সেই মতো প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথের বিগ্রহ স্নান করানো হয়। জগন্নাথ ধামের সভাপতি ভূপেন্দ্র সিং ভাটি জানালেন, জগন্নাথের স্নানপর্বে বিশেষ ধুমধাম হয়। তারপর সোনার সিংহাসনে তাকে বসিয়ে সুস্বাদু আমের রস খেতে দেওয়া হয়। অতক্ষণ ধরে স্নান ও তারপর অনেক আম খেয়ে ভগবান অসুস্থ হয়ে পড়েন। তখন আর ভোগ খেতে পারেন না। ভেষজ ওষুধ দিয়ে তাকে সারিয়ে তোলা হয়। তাই এই ১৫ দিন টানা বিশ্রাম।
অতএব ভগবানের আশীর্বাদের জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে সেই ৫ জুলাই পর্যন্ত। ৬ জুলাই রথযাত্রা। বিশ্বের সর্বচেয়ে বড় রথযাত্রা অনুষ্ঠিত হয় এই জগন্নাথ ধামে। লক্ষ লক্ষ দর্শনার্থীরা পাপ মুক্তি আশায় সেই রথযাত্রায় সামিল হয়।
২৪ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস