শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০৩:১৮:১৬

শিক্ষার্থীকে টয়লেট ক্লিনার পানে বাধ্য করা হলো

শিক্ষার্থীকে টয়লেট ক্লিনার পানে বাধ্য করা হলো

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে।বিশ্বের অনেক দেশেই এ কাণ্ড ঘটিয়ে থাকেন জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। কিন্তু তাই বলে নতুন শিক্ষার্থীকে টয়লেট ক্লিনার লোশন পান করাতে বাধ্য করানোর মত ঘটনা! অবিশ্বাস্য মনে হলেও এরকম একটি ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক অঙ্গরাজ্যের গুলবার্গার একটি নার্সিং কলেজে।সম্প্রতি ওই কলেজের সিনিয়র শিক্ষার্থীরা ওই নারী শিক্ষার্থীকে র‌্যাগ দেন। টয়লেট ক্লিনার লোশন পান করায় বর্তমানে ওই শিক্ষার্থী হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।ওই শিক্ষার্থীর মা পেশায় দিনমজুর। মেয়েকে নার্সিং কলেজে পড়ানোর জন্য তিনি ৩ লাখ রুপি ঋণ নিয়েছিলেন।

ইদাপ্পল নামের ওই শিক্ষার্থীর এক বন্ধু জানান, র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীকে কোজিকোডে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের কাছে দেওয়া বিবৃতিতে ওই শিক্ষার্থী বলেছেন, ‘পাঁচ মাস ধরে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হাতে নির্যাতিত হয়ে আসছি আমি। তারা আমাকে বলে, আমি কালো এবং এ কারণে কেউ আমাকে পছন্দ করে না। আমার বাবা ও এ কারণে আমাকে ফেলে রেখে চলে গেছে।
তারা আমার হাত ধরে রেখেছিল। এ সময় তারা আমার মুখ জোর করে খুলে টয়লেট ক্লিনার ঢেলে দেয় এবং তা পান করতে বাধ্য করে।’

চিকিৎসক বলছেন, ওই শিক্ষার্থীর খাদ্যনালি ঝলসে গেছে। জরুরি সার্জারির প্রয়োজন হলেও খাদ্যনালি ঝলসে যাওয়ায় তাকে আরো ৫-৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে।

শিক্ষার্থীটির পরিবারের এক সদস্য বলেন, ‘সে কোনো খাবার খেতে পারছে না। আমাদের মেয়ের সঙ্গে তারা কেন এমন করল?’

২৪জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে