শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০৫:২৩:২৮

রাহুল গান্ধীর সন্ধান পেতে লাখ টাকা পুরস্কার ঘোষণা!

রাহুল গান্ধীর সন্ধান পেতে লাখ টাকা পুরস্কার ঘোষণা!

আন্তর্জাতিক ডেস্ক: ছুটি কাটাতে বিদেশভ্রমণে গিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। তাঁর হদিশ পেতে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা। শুরু হল 'রাহুল কা পতা বাতাও, এক লাখ রুপিয়া পাও' প্রতিযোগিতা। রাহুলের খোঁজে হন্যে হয়ে ঘুরছে জনতা। আসলে লাখ টাকার টোপ গিলেই শুরু হয়েছে তালাশ। ঘোষণাকারী মধ্যপ্রদেশের বিজেপি মুখপাত্র বিদেন্দ্র সিং সিসোদিয়া। মধ্যপ্রদেশ উরজা বিকাশ নিগমের চেয়ারম্যান সিসোদিয়া জানিয়েছেন, 'বিদেশে রাহুল গান্ধীর ঠিকানা জানাতে পারলে নিজের পকেট থেকে এক লক্ষ টাকা পুরস্কার দেব। কয়েক মাস আগেও রাহুল বিদেশে গিয়েছিলেন এবং সেই সময় কংগ্রেস নেতারা বলেছিলেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে গিয়েছেন, যেখান থেকে পুরোপুরি চাঙ্গা হয়ে ফিরবেন। পরে অবশ্য জানা গেল রাহুল থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্যাঙ্কক ও সিঙ্গাপুরে ভ্রমণে গিয়েছিলেন।'

সিসোদিয়ার সাফ কথা, 'কংগ্রেসিরা এবারও বিশ্বাস করছেন যে, ক্লান্ত রাহুল চাঙ্গা হতেই বিদেশে পাড়ি দিয়েছেন। আমার প্রশ্ন, তিনি কোথায় গিয়েছেন? কার সঙ্গে দেখা করেছেন? কী ভাবে চাঙ্গা হচ্ছেন? কতদিন তিনি চাঙ্গা থাকবেন? দেশ এই সব জানতে চায়।' বিজেপি নেতার এই ঘোষণায় কংগ্রেস মুখপাত্র রবি সাক্সেনা জানিয়েছেন, 'বিজেপি নেতারা রাহুল-আতঙ্কে ভুগছেন। সিসোদিয়া যদি খবরাখবর নিতে এতই উত্‍সুক হয়ে থাকেন, তা হলে তাঁর এটাও জানা দরকার যে, রাহুল এসপিজি নিরাপত্তা পেয়ে থাকেন এবং নিরাপত্তা গোষ্ঠী তাঁর গতিবিধি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল রয়েছে। রাহুলের খোঁজ পেতে ওঁর উচিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ওই এক লক্ষ টাকা দেওয়া।'

উল্লেখ্য, ৪৬তম জন্মদিন পালনের একদিন পরেই বিদেশে কয়েক দিন ছুটি কাটানোর ঘোষণা করেন কংগ্রেস সহ-সভাপতি। গত বছর লোকসভা নির্বাচনের পর ৫৬ দিনের জন্য রাহুলের উধাও হয়ে যাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। বাজেট অধিবেশনের মাঝামাঝি সংসদে তাঁর অনুপস্থিতি নিয়ে তুমুল শোরগোল করে বিজেপি।-এই সময়

২৪ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে