আন্তর্জাতিক ডেস্ক : বোমার টুকরো মাথায় নিয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পোয় জন্মালো এক শিশু। সুস্থ এবং স্বাভাবিক। যা দেখে রীতিমতো অবাক চিকিৎসকেরা। শিশুটির নাম রাখা হয়েছে আমেল। যার অর্থ, আশা। আমেলের সঙ্গে সুস্থ রয়েছেন মা আমিরাও।
সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় বোমার আঘাতে আহত হয়ে পড়েন আমিরা এবং তার তিন সন্তান। ঘটনার সময় আমিরা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বোমায় রক্তাক্ত হয়ে যান তিনি। বোমার টুকরো বিঁধে যায় তার পেটে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি কোনওক্রমে হাসপাতালে পৌঁছন। চিকিৎসকেরা তৎক্ষণাৎ তার অস্ত্রোপচার করেন। জন্ম হয় ছোট্ট আমেলের। এ পর্যন্ত সব ঠিকই ছিল।
কিন্তু চিকিত্সকেরা চমকে গেলেন সদ্যোজাতকে দেখে। মায়ের পেট ফুঁড়ে বোমার অংশটি সরাসরি বিঁধে গিয়েছে শিশুটির কপালে! যা শিশুটির পক্ষে প্রাণঘাতী। তড়িঘড়ি অস্ত্রোপচার করে সদ্যজাতের কপাল থেকে বোমার টুকরোটি বের করতে সফল হয়েছেন তারা। চিকিৎসক মহম্মদ তাব্বা বলেন, ‘‘দেখে মনে হচ্ছে যেন জন্মের আগেই তাকে টার্গেট করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক।’’
তার এই জন্মকে মিরাক্ল বলেই মনে করা হচ্ছে চিকিৎসক মহলে। গৃহযুদ্ধে দীর্ণ সিরিয়ায় আমেল নতুন আশার আলো বয়ে আনবে, সেই আশাতেই বুক বাঁধছে সবাই।
২৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি