শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৭:২৫

‘মিনায় হতাহতের ঘটনায় দায়ী হাজিরা’

‘মিনায় হতাহতের ঘটনায় দায়ী হাজিরা’

আন্তর্জাতিক ডেস্ক : সৌদির স্বাস্থ্যমন্ত্রী খালিদ-আল ফালিহ বলেছেন, নির্দেশণা না মানার কারণেই হাজিদের মৃত্যু হয়েছে। এর জন্য হাজিরাই দায়ী।

মক্কার মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করতে গিয়ে পদদিলত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনায় শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি দেশটির স্বাস্থ্যমন্ত্রী এমনটাই দাবী করেন।

বৃহস্পতিবার মিনায় হজ্বের আনুষ্ঠানিকতা হিসেবে শয়তানকে পাথর নিক্ষেপ করছিলেন হাজিরা। এসময় পদদলিত হয়ে নিহত হয় সাত শতাধিক। আহত হয় ৮৬৩ জন। গত ২৫ বছরের মধ্যে হজ্বে এটাই সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা।

স্বাস্থ্যমন্ত্রী খালিদ-আল ফালিহ বিবৃতিতে জানিয়েছেন, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে শিগগিরই।

দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে তিনি বলেন, ‘হয়তো বেশ কিছু হাজি যাতায়াতের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশণা মেনে চলেননি।’

এদিকে পদদলিত হয়ে হাজিদের হতাহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পদদলিত হয়ে ইরানের ১৩১ হাজির মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এক বিবৃতিতে এ ঘটনার জন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছেন।

তিনি বলেছেন, ‘এ বিপর্যয়ের জন্য আমি সৌদি কর্তৃপক্ষকে দায় স্বীকার করে নেওয়ার এবং এ ব্যাপারে তাদের ইসলামি ও আইনি দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। সূত্র: আল-জাজিরা
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে