শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০১:১৮:১০

শিলাবৃষ্টি ঘূর্ণিঝড়ে চীনে নিহত ৯৮, আহত ৮০০

শিলাবৃষ্টি ঘূর্ণিঝড়ে চীনে নিহত ৯৮, আহত ৮০০

আন্তর্জাতিক ডেস্ক : চীনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে অন্তত ৯৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮০০ জন। দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার বিকেলের দিকে জিয়াংসু প্রদেশের ইয়েনচেন শহরের উপকণ্ঠে এই ঘুর্ণিঝড় আঘাত হানে। একইসঙ্গে মুষলধারে বৃষ্টি ছিল।

শহরের উপকণ্ঠে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার। স্থানীয় সিসিটিভি নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আবারো ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকাল থেকে উদ্ধারকারীরা আহতদের উদ্ধারের কাজ শুরু করেছে। এছাড়া খাদ্যদ্রব্য ও পানি সরবরাহ শুরু করেছে। এরইমধ্যে বেইজিং থেকে তাবু খাটানোসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে।
২৪ জুন, ২০১‌৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে