শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০৫:০৪:০৮

ইসরাইলি দখলদারিত্ব শেষ হলেই বিশ্বে সন্ত্রাসবাদ বন্ধ হবে : আব্বাস

ইসরাইলি দখলদারিত্ব শেষ হলেই বিশ্বে সন্ত্রাসবাদ বন্ধ হবে : আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান হলে পুরো বিশ্ব থেকে সন্ত্রাসবাদ নির্মূল হতে পারে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরাইল ‘উন্মুক্ত কারাগার’ বানিয়ে রেখেছে বলেও তিনি মন্তব্য করেন।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে এক দীর্ঘ বক্তৃতায় মাহমুদ আব্বাস এসব কথা বলেছেন। এসময় তিনি ইসরাইলের ফ্যাসিস্ট নীতি ও সন্ত্রাসবাদের অব্যাহত উস্কানির নিন্দা জানান। তিনি বলেন, ইসরাইলের সিনিয়র নেতারাও বেনিয়ামিন নেতানিয়াহুর অনুসৃত নীতির কঠোর সমালোচনা করছেন। খবর প্যারিস টুডে।

১৯৬৭ সালের পর থেকে গাজা উপত্যকার ওপর ইসরাইলের তিনটি যুদ্ধ চাপিয়ে দেয়ার কথা উল্লেখ করে মাহমুদ আব্বাস বলেন, এসব যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং দশ লাখের বেশি ফিলিস্তিনিকে কারাগারে আটক করা হয়েছে।

তিনি বলেন, 'ইসরাইল আমাদের দেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করে রেখেছে।' এ অবস্থা থেকে মুক্তি পাওয়া এবং ইসরাইলি দখলদারিত্বের অবসানের জন্য তিনি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন। তিনি আবারো জোর দিয়ে বলেন, ইসরাইলি দখলদারিত্বের অবসান হলে মধ্যপ্রাচ্য ও পুরো বিশ্ব থেকে সন্ত্রাসবাদ দূর হয়ে যাবে।

মাহমুদ আব্বাস বলেন, সপ্তাহখানেক আগে ইসরাইলের কয়েকজন ইহুদিবাদী রাবাই বা পুরোহিত তাদের সরকারকে পানিতে বিষ মিশিয়ে দিয়ে ফিলিস্তিনের জনগণকে হত্যা করার পরামর্শ দিয়েছে। এ ঘটনা কী প্রমাণ করে না যে, তারা ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর উসকানি দিচ্ছেন?
২৪ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে