শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০৭:৫১:০০

এবার মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের হুমকি ক্ষ্যাপা কিমের

এবার মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের হুমকি ক্ষ্যাপা কিমের

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিন আগেই একটি অত্যাধুনিক এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যা নিয়ে নতুন করে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তাঁর হুঁশিয়ারি, উত্তর কোরিয়ার মিসাইল দিয়ে প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটিগুলিতে খুব সহজেই আঘাত হানা যাবে। আর তা চোখের নিমিষে ধ্বংস হয়ে যাবে।

মুসুদান ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটিগুলিতে আঘাত হানার নিশ্চিত এবং বাস্তব সম্মত সক্ষমতা উত্তর কোরিয়ার আছে। কিমের হুঁশিয়ারি ঘিরে নতুন করে তীব্র সমালোচনার তৈরি
হয়েছে।

অন্যদিকে শুধু আমেরিকাকে হুঁশিয়ারি দেয়াই নয়, মুসুদান ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উত্তর কোরিয়ার জন্য বিশাল ঘটনা হিসেবে স্বাগত জানান কিম জং উন। তিনি বলেন, এর মাধ্যমে আগাম পরমাণু হামলা চালানোর ক্ষেত্রে পিয়ংইয়ং’এর সক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বাড়বে। এর আগে মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রগুলো পিয়ংইয়ং’এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছিল।

উত্তর কোরিয়ার নতুন এই মিসাইল মুসুদান ক্ষেপণাস্ত্রের পাল্লা আড়াই থেকে চার হাজার কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে।
সামরিক কর্মকর্তাদের মত, এই মিসাইলগুলি দিয়ে দক্ষিণ কোরিয়া, জাপান এবং গুয়ামের মার্কিন ঘাঁটিগুলিতে সহজেই আঘাত হানতে পারবে উত্তর কোরিয়া। ফলে, যথেষ্ট চাপ বেড়েছে আমেরিকা সহ তার মিত্র দেশগুলির। এই হুঁশিয়ারি পাওয়ার পরেই রীতিমত নিজেদের সামরিক শক্তিকে তৈরি রাখছে আমেরিকা সহ অন্যান্য দেশগুলি।
২৪ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে