শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০৮:২০:৩৬

বিয়ের পরে স্কুলে, প্রধান শিক্ষকের কটাক্ষে সুইসাইড নোটে যা লিখেছে ছাত্রী

বিয়ের পরে স্কুলে, প্রধান শিক্ষকের কটাক্ষে সুইসাইড নোটে যা লিখেছে ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের পরে স্কুলে আসায় প্রধান শিক্ষক কটাক্ষ করায় আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম মেদিনীপুরের দাঁতনে।  বিয়ের পর স্কুলে আসা নিয়ে প্রধান শিক্ষকের কটাক্ষের জেরেই আত্মহত্যা করে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী।  এ দাবি নিহতের পরিবারের।

কয়েক মাস আগে দাঁতনের শরশঙ্কায় বিয়ে হয় জেনকাপুর হাইস্কুলের ১৬ বছরের ওই ছাত্রীর। বৃহস্পতিবার বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।  

অভিযোগ, সুইসাইড নোটে ওই ছাত্রী লিখেছে, বিয়ে হয়ে যাওয়ায় তাকে স্কুলে আসতে নিষেধ করেন প্রধান শিক্ষক ধীরেন্দ্রনাথ জানা।  সে কারণেই মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি তার পরিবারের।

তাদের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  তার দাবি, স্কুলে নিয়মানুবর্তিতা বজায় রাখতেই ওই ছাত্রীকে বিয়ে সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয়, এর বেশিকিছু নয়।  তথ্যসূত্র : এপিবি
২৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে