শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৩:৩১

হজের ৮ টি ভয়ঙ্কর ট্রাজেডি

হজের ৮ টি ভয়ঙ্কর ট্রাজেডি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় পবিত্র হজ্ব পালনকালে গত বৃহস্পতিবার ঘটে গেছে মর্মান্তিক এক দূর্ঘটনা। যা গত ২৫ বছরেও এমন ঘটেনি।

তবে গত ২৫ বছরের ইতিহাসে ওই দূর্ঘটনা বাদেও আটটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ট্রাজেডিতে নিহত হয়েছেন প্রায় ৩ হাজার হাজি।

১১ সেপ্টেম্বর, ২০১৫ : এবারের হজের প্রস্তুতিকালে পবিত্র মক্কায় মসজিদুল হারামে নির্মাণকাজ চলার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্রেন ছিড়ে পড়লে নিহত হন ১০৭ জন হাজি।

২০০৬ : এ বছর হজে ঈদের দিন প্রতীকী শয়তানকে লক্ষ করে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে নিহত হন ৩৬০ জন হাজি। এর তিন দিন আগে একটি হোটেল ভবন ধসে পড়ায় নিহত হন ৭৩ জন হাজি।

২০০৪ : হজ্বের আনুষ্ঠানিকতার শেষ দিন এ বছরও হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে নিহত হন ২৪৪ জন হাজি।

২০০১ : নিমায় প্রতীকী শয়তানকে লক্ষ করে পাথর ছোড়ার সময় পদদলনে নিহত হন ৩৫ জন হাজি।

১৯৯৮ : এ বছরও মিনায় পথের মধ্যে পদপিষ্ট হয়ে মারা যান ১৮০ জন হাজি।

১৯৯৭ : মিনায় হাজি ক্যাম্পে আগুন লাগায় নিহত হন ৩৪০ জন হাজি। ঝড়ো বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনায় আহত হন প্রায় ১ হাজার ৫০০ হাজি।

১৯৯৪ : মিনায় পাথর ছোড়ার সময় পদপিষ্ট হয়ে ২৭০ জন হাজি নিহত হন।

১৯৯০ : এ বছর হজে সবচেয়ে বড় মৃত্যুর ঘটনা ঘটে। মক্কায় একটি টানেলে পদদলিত হয়ে নিহত হন ১ হাজার ৪২৬ জন হাজি। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে