আন্তর্জাতিক ডেস্ক : দোলনায় ঝুলে, বিরিয়ানি খাইয়ে এবং ১০ লাখ টাকা দামের স্যুট দেখিয়ে বিশ্বে কূটনীতি চলে না বলে মন্তব্য করল আম আদমি পার্টি বা ‘আপ’।
দলটির উপ-মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া আজ ২৪ জুন (শুক্রবার) পররাষ্ট্র নীতিতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী মোদির প্রতি ইঙ্গিত করে এভাবে কটাক্ষ করেন।
পরমাণু সরবরাহ গোষ্ঠীতে ভারত অন্তর্ভুক্ত হতে না পারায় এর তীব্র সমালোনা করেছে আম আদমি পার্টি বা ‘আপ’। আপ নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপ-মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া প্রধানমন্ত্রী মোদির তীব্র সমালোচনা করেন।
২০১৪ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফর করার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে যান এবং সেখানে জিনপিং এবং মোদি সবরমতির ধারে দোলনায় দোল খেয়েছিলেন।
২০১৫ মোদি যখন চীন সফর করেন শি জিনপিং মোদির সামনে সেই দোলনা চড়ার স্মৃতিকথা তুলে ধরে বলেন, ‘সবরমতির তীরে হাঁটা ও দোলনায় ঝোলা আমার চিরকাল মনে থাকবে।’
আপ নেতা মনিষ সিসোদিয়া মোদি-জিনপিংয়ের সেই দোলনা ঝোলার কথা তুলেই মোদিকে খোঁচা দিতে চেয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
প্রসঙ্গত, চীনের আপত্তিতে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (এনএসজি) বা পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি ঝুলে রয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুরোধ করেন, ভারতের এনএসজি-ভুক্তির আবেদন স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করতে। ভারতের দাবিকে পাকিস্তানের দাবির সঙ্গে জুড়ে না দেখার অনুরোধও করেন তিনি।
যদিও সোলে এনএসজি-র প্লেনারি বৈঠকে চীন সাফ জানিয়ে দিয়েছে, এনপিটি সই না করা পর্যন্ত ভারতকে এনএসজি-র অন্তর্ভুক্ত করার পক্ষে চীন মত দেবে না। প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি সুইৎজারল্যান্ড সফর করার সময় দেশটি এনএসজি ইস্যুতে ভারতকে সমর্থনের আশ্বাস দিলেও এনএসজি বৈঠকে সুইৎজারল্যান্ডও চীনের সুরে সুর মিলিয়ে বেঁকে বসায় পরিস্থিতি আরো জটিল হয়েছে।
শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রকের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের ডাইরেক্টর জেনারেল ওয়াং কুন বলেছেন, ‘এনএসজি ভারতের সদস্যপদের বিষয়ে এখন আলোচনা করবে না। এনপিটি স্বাক্ষর করেনি যে সব দেশ, তাদের এনএসজিতে নেওয়ার প্রশ্নে অনেক মতভেদ রয়েছে।’ নীতির প্রশ্নেই ভারতকে এনএসজি-ভুক্ত করা সম্ভব নয় বলেও কুন জানিয়েছেন।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া আজ কটাক্ষ করে বলেন, এনএসজি ইস্যুতে আমরা ব্যর্থ হলে সেটা হবে চীনের চালাকি, আর সফল হলে মোদি, মোদি জপ করতে হতো। তিনি একে ‘লজ্জা’ বলেও মন্তব্য করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদি পররাষ্ট্র নীতির ফ্রন্টে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন আপ নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।-প্যারিস টুডে
২৪ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই