আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চেন্নাই এর নুঙ্গাবক্কম স্টেশনে শনিবার সকালে খুন হয়ে গেলেন এক যুবতি। তার নাম স্বাতী (২৫)। তিনি একটি বহুজাতিক সফটঅয়্যার কোম্পানিতে চাকরি করেন। সকালে তিনি যখন অফিসে যাচ্ছিলেন তখনই খুন করা হয় তাকে।
স্টেশনের প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাতী নুঙ্গাবক্কম স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। সেসময় এক যুবক এসে তাকে আক্রমণ করে ও এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মারা যান স্বাতী।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কি কারণে খুন করা হয়েছে তা উৎঘাটন করতে পারিনি পুলিশ ও পরিবারের লোকজন। অপরাধীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
২৫ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস