আন্তর্জাতিক ডেস্ক : বাড়ির বারান্দার পিলারে দড়ি দিয়ে বেঁধে স্ত্রী’কে পেটাচ্ছেন স্বামী। পাশেই আর একটি পিলারে বেঁধে রাখা হয়েছে এক যুবককে। ধোলাই দেওয়া হচ্ছে তাকেও। আর প্রকাশ্যে এই ঘটনা দেখছেন স্থানীয় অনেকে। গোটা ঘটনাটি বসে উপভোগ করলো শিশু থেকে বৃদ্ধ। কিন্তু, এগিয়ে এসে বাধা দিলেন না কাউকেই।
সম্প্রতি ফেসবুক পেজে ভাইরাল এমনই একটি ভিডিও। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তাদের এই শাস্তি বলে মনে করা হচ্ছে। তবে ঘটনাটি কোন জায়গার, তা নিয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, উত্তর ভারতের কোনও এক রাজ্যের ঘটনা হতে পারে।
কুন্দন শ্রীবাস্তব নামে এক সমাজকর্মী এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন। ছবি পোস্ট করে জানিয়েছেন, এক ফলোয়ারের পাঠানো ছবি শেয়ার করেছেন তিনি। বাকি ঘটনা নিয়ে বিশেষ কিছু জানা নেই তার। তবে ভিডিওটি আপলোডের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
২৫ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস