শনিবার, ২৫ জুন, ২০১৬, ০৮:৫৭:০০

ভুল উত্তর দেয়া ভুয়া বোর্ড সেরা ছাত্রী গ্রেফতার

ভুল উত্তর দেয়া ভুয়া বোর্ড সেরা ছাত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ‘ভুয়া’ প্রথম হওয়া ছাত্রী রুটি রাইকে গ্রেফতার করা হয়েছে। আর্টসের মেধাতালিকার শীর্ষে নাম ছিল রুবির। টাকা দিয়ে ভুয়া রেজাল্ট নেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আজ ২৫ জুন শনিবার এই ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

একটি টিভি ইন্টারভিউতে ওই ছাত্রী বলে পলিটিক্যাল সায়েন্সে রান্না শেখানো হয়। একজন সেরা ছাত্রির মুখে এই কথা স্বাভাবিকভাবেই সন্দেহ জাগায়। অন্যদিকে সায়েন্সের সেরা ছাত্র পানির H20-র সম্পর্ক কি? এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি। তখনই ঘটনাটি প্রকাশ্যে আসে। শনিবার সকালে বিহার স্কুল শিক্ষাবোর্ডের তদন্তকারী কমিটির মুখোমুখি হয় রুবি। এরপরই তার রেজাল্ট বাতিল করে দেওয়া হয়।

এর আগে তাকে নোটিশ দেয়া হলেও সে আসেনি। এমনকি পুনোরায় পরীক্ষা নেয়া হলেও সেখানে রুবি অনুপস্থিত থাকে। বিহার বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার বিধায়ক স্ত্রী’কে কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে। জেরায় চেয়ারম্যান জানিয়েছেন, কর্মরত অবস্থায় তিনি পরীক্ষার্থী পিছু ২০ লক্ষ টাকা করে নিয়েছেন।
২৫ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে