শনিবার, ২৫ জুন, ২০১৬, ১১:২৯:০১

জাদুবিদ্যায় নিজের সন্তানকে জলে ভাসাতে ৪৫,০০০ মার্কিন ডলার খরচ করেন মা

জাদুবিদ্যায় নিজের সন্তানকে জলে ভাসাতে ৪৫,০০০ মার্কিন ডলার খরচ করেন মা

আন্তর্জাতিক ডেস্ক : জাদুবিদ্যার জন্য নিজের ১৩ মাসের সন্তানকে জলে ভাসিয়ে দিল মা! এ ঘটনা উত্তর ফ্রান্সের।  

এ অপরাধে ফ্যাবিনে কাবোউ নামে বছর ৩৯-এর ওই মহিলার ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন কালাইসের কাছে সেন্ট ওমার শহরের একটি আদালত।

 ওই মহিলার মানসিক চিকিত্সারও নির্দেশ দিয়েছেন আদালত।  মহিলা স্বীকার করেছেন, ১৩ মাসের সন্তানকে জলে ভাসানোর জন্য প্যারিসের কাছে নিজের বাড়ি থেকে ইংলিশ চ্যানেলে যান তিনি।

এও জানান, জলে ভাসানোর আগে স্থানীয় জোয়ার-ভাঁটার চার্টও দেখে নেন।  পরদিন সকালে ছোট্ট শিশু কন্যাটির দেহ ভেসে থাকতে দেখেন মত্স্যজীবীরা।

প্রসঙ্গত, কাবোউ-এর পরিবার ক্যাথলিক মতে বিশ্বাসী।  দর্শন ও স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনার জন্য সেনেগাল ছেড়ে প্যারিসে চলে যান তিনি।

সেখানেই প্রেমে পড়ে তার থেকে বছর ৩০-এর বড় এক স্থাপত্যবিদের।  কাবোউ-এর আইনজীবী জানিয়েছেন, অন্য কোনো কারণ নয়, জাদুবিদ্যার জন্যই সন্তানকে খুন করেছে কাবোউ।

কাবোউ নিজেও বলেন, একমাত্র জাদুবিদ্যার কারণেই তিনি এ কাজ করেছেন।  তিনি যা করেছেন, কোনো বোকা লোকও তা করবেন না।

অকারণে কেন মেয়েকে খুন করে এমন যন্ত্রণা পেতে যাবেন তিনি।  একেবারে যান্ত্রিকভাবে সন্তানকে খুন করেছেন তিনি।   তিনি বলেন, মেয়েকে খুন করার আগে জাদুবিদ্যা পরামর্শদাতাদের ৪৫,০০০ মার্কিন ডলার দিয়েছেন তিনি।

এক মনোবিদ জানিয়েছেন, চূড়ান্ত মানসিক অবসাদ থেকেই এ ধরনের নৃশংসতম কাজ করেছেন কাবোউ।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে