রবিবার, ২৬ জুন, ২০১৬, ০৩:০৭:০৩

সোমালিয়ায় হোটেলে ‘জঙ্গি’ হামলায় নিহত ১৫

সোমালিয়ায় হোটেলে ‘জঙ্গি’ হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলের পাশে গাড়ি বোমা হামলার ঘটনায় ১৫জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন অন্তত ২০ জন। বন্দুকধারীরা বেশ কয়েকজনকে জিম্মিও করে রেখেছে। জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

বার্তা সংস্থা সিএনএন বলছে, এই ঘটনায় ১৫জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫জন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, শনিবার বন্দুকধারীরা হোটেলের ভেতরে ঢুকেই ভেতরে অবস্থানরত লোকজ​নকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চা​লানো শুরু করে। এ ছাড়া বেশ কয়েকজনকে জিম্মি করে ফেলে। খবর পেয়ে সোমালিয়ার সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সেনাবাহিনী ওই হোটেল ঘিরে ফেলে অভিযান চালানোর চেষ্টা চালায়।

সোমালিয়ার পুলিশ জানান, সেনাবাহিনী অভিযান চালানোর চেষ্টা চালানোর সময় বন্দুকধারীরা হোটেলের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। তবে সেনাসদস্যরা হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

​ওই হোটেল থেকে পালিয়ে আসা আলী মাহমুদ নামের এক ব্যক্তি বলেন, 'আমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসেছি। বন্দুকধারীরা যাকে দেখছে, তাকেই গুলি করছে।'-প্রিয়

২৬জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে