আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে যুক্তরাজ্যের সামগ্রিক জনতার রায় 'লিভ' পক্ষে গেলেও লন্ডনের সংখ্যাগরিষ্ঠ ভোটার 'রিমেইন' পক্ষেই ভোট দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই থাকতে চায় লন্ডন। শুক্রবার লন্ডনের প্রায় ৪০ হাজার বাসিন্দা এই দাবি জানিয়ে অনলাইনে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। লন্ডনের মেয়র সাদিক খানও বলেছেন, ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ব্যাপারে লন্ডনের ভিন্ন মত থাকতেই পারে।
চেঞ্জ ডট ওআরজি নামের ওয়েবসাইটে উপস্থাপিত ওই পিটিশনে প্রায় ৪০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন। এতে বলা হয়, ''লন্ডনকে যুক্তরাজ্য থেকে স্বাধীন ঘোষণা কর এবং ইইউ-তে যোগদানের জন্য আবেদন কর।''
উল্লেখ্য, বৃহস্পতিবারের গণভোটে ব্রিটেনের ৫২ শতাংশ মানুষ ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিলেও লন্ডনের ৬০ শতাংশ মানুষই ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষেই ভোট দিয়েছেন।
ওই পিটিশনে আরো বলা হয়, ''লন্ডন একটি আন্তর্জাতিক মহানগরী। আর আমরা ইউরোপের কেন্দ্র হয়েই থাকতে চাই।'' এতে লন্ডনের মেয়রের উদ্দেশে বলা হয়, ''এই পিটিশন মেয়র সাদিক খানকে লন্ডনকে স্বাধীন ঘোষণা করে ইইউতে যোগদানের আহ্বান জানাচ্ছে।''
গণভোটে ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষ জয়ী হওয়ার পর ক্ষোভে এবার ইংল্যান্ড থেকে 'স্বাধীনতা' চায় রাজধানী লন্ডন। ইইউর পক্ষে থাকা লন্ডন শহরের হাজার হাজার মানুষ এজন্য থানায় একটি পিটিশনও করেছে। লন্ডন 'স্বাধীনতাকামী'দের পক্ষে সায় আছে নবনির্বাচিত মেয়র সাদিক খানের এক বিবৃতিতে সাদিক খান নিজেও স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মতো লন্ডনকেও স্বতন্ত্রভাবে আলোচনার টেবিলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ''ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলেও ইউরোপের একক বাজার ব্যবস্থার সঙ্গে আমাদেরকে অবশ্যই যুক্ত থাকতে হবে। ইইউর ৫০ কোটি মানুষের একক বাজার ও এর মুক্তবাণিজ্য সুবিধাসমুহ ত্যাগ করাটা হবে অনেক বড় বোকামি। আমি সরকারকে ইইউর সঙ্গে আলোচনার টেবিলে এই বিষয়টিকে প্রধান ইস্যু করেই সামনে এগোনোর পরামর্শ দিব।
২৬জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর