আন্তর্জাতিক ডেস্ক: টিকিট ছাড়া ট্রেনে ওঠা, অবশ্যই অপরাধ। কিন্তু তা বলে এজন্য চলন্ত ট্রেন থেকেই ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে! শাস্তির নামে এ কোন নৃশংসতা? রেলেরই এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে উঠল এমন অমানবিক কাজের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ওড়িশার মঞ্চেশ্বরে, চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেসে।
টিকিট ছাড়া ট্রেনে ওঠায় এক কিশোরকে ধরেন টিটি। ফাইনের টাকাও ছিল না কিশোরের কাছে। তাঁর বহু অনুরোধেও মন গলেনি টিটির। পরের স্টেশনে নেমে যাওয়ার সুযোগটুকু না দিয়ে, কিশোরকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন ওই টিটি। এমনই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। গুরুতর আহত অবস্থায় তাকে ভুবনেশ্বর ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।-জিনিউজ
২৬ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ