আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাই এর সংগঠিত অপরাধ চক্রের প্রধান দাউদ ইব্রাহিম। তার সিন্ডিকেটের নাম ডি কোম্পানি।সংগঠিত অপরাধের জন্য ইনাটারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন দাউদ। এছাড়া ভারতীয় পুলিশের পলাতক অপরাধীদের তালিকায়ও তার নাম শীর্ষে।
তবে এবার হঠাৎ করেই ছোট ভাইয়ের মৃত্যুতে দাউদ পরিবারে নেমে হলো শোকের ছায়।পাকিস্তানের করাচিতে বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
হুমায়ুন কাসকার ফুসফুসে ক্যান্সার ও কিডনি রোগে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হুমায়ুনের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, মৃত্যুকালে হুমায়ুন এক স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তাকে শুক্রবার করাচির আব্দুল্লাহ শাহ গাজী দরগাহতে দাফন করা হয়েছে।
দাউদের ভাইদের মধ্যে কেবল হুমায়ুন ও মুস্তাকিমের বিরুদ্ধে ভারতে কোনো মামলা বা অভিযোগ নেই। দুবাই ও করাচিতে ব্যবসার জন্য এই দুজনকে প্রচুর অর্থ দিয়েছেন দাউদ। হুমায়ুন ও মুস্তাকিম দুজনেরই শপিংমল ও শোরুমের ব্যবসা রয়েছে।
মুম্বাই অপরাধ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ২০০৭ সালে ফুসফুসে ক্যান্সার ধরার পর ভারতে আসতে চেয়েছিলেন হুমায়ুন। কিন্তু সেখানে গেলে পুলিশ ঝামেলা করতে পারে আশঙ্কায় তাকে ফিরিয়ে রাখেন দাউদ।
দাউদ পরিবারের এক সদস্য জানিয়েছেন, হুমায়ুন নিয়মিত ধুমপান করতেন। এছাড়া তিনি আফিম ও কোকেন গ্রহণ করতেন এবং প্রচুর মদ পান করতেন।
২৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর