আন্তর্জাতিক ডেস্ক: গতকাল (শনিবার) ভারতের বোলপুর রাজ্যের মোলডাঙ্গাতে মাটি কাটতে গিয়ে কালো রঙের টুকরো টুকরো পাথরের মত বস্তু পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
প্রথমে গ্রামের মানুষজন এগুলি মূল্যবান ধাতু বলে মনে করে ভিড় জমায়। কয়েক’শো মানুষ মাটি কাটতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ এবং প্রশাসনের লোকজন ছুটে আসেন।
এ নিয়ে বিশ্বভারতীর ভুগোল বিভাগের অধ্যাপক মলয় মুখোপাধ্যায় জানান, মোলডাঙাতে মাটির নীচে গলিক পাথর পাওয়া গিয়েছে। এখানে এই রকমের পাথর থাকাটা অস্বাভাবিক নয়।
২৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর