আন্তর্জাতিক ডেস্ক : অনেক সময় দেখা যায় খেলার মাঠে ফ্যানেরা আবেগতাড়িত হয়ে হুলস্থূল বাধিয়ে দেন। আবার রুপোলি পর্দার তারকাদের চোখের সামনে দেখে অনেকে জ্ঞান হারান, কিংবা এমন সব কাণ্ড বাধিয়ে দেন যে, অনেক তারকা বুঝে উঠতে পারেন না সে সময় কি করবেন। এসব খবরে আমরা অনেক অভ্যস্ত, তবে ভারতের বুকে কোনো রাজনীতিক নেতাকে চুমু! এমন ঘটনা ঠিক আশা করা যায় না। তবে আশা না করা গেলেও আজ ২৬ জুন রবিবার এমন ঘটনাই ঘটেছে৷ আনন্দে আত্মহারা হয়ে নিজের প্রিয় নেতাকে চুম্বন করেছেন এক মহিলা। তিনি চুমু খেয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে।
রবিবার কর্ণাটকের একটি অনুষ্ঠানে সিদ্ধারামাইয়ার গালে চুম্বন করেন এক মহিলা। ঘটনায় মারাত্মক লজ্জায় পড়ে যান মুখ্যমন্ত্রী। ক্যামেরায় দেখা যায় লজ্জায় একদম তিনি লাল হয়ে গিয়েছেন। মহিলার নাম গিরিজা শ্রীনিবাস, চিকমাগালুর জেলার পঞ্চায়েত সদস্যা তিনি। সেই চিকমাগালুর, ১৯৮০ সালে যেখানে জিতে অভাবনীয় প্রত্যাবর্তন ঘটেছিল ইন্দিরা গান্ধীর৷ স্থানীয় একটি অনুষ্ঠানে সিদ্ধারামাইয়া যখন তাকে সংবর্ধনা দেয়ার জন্য স্টেজে ডাকেন ঠিক তখনই চুম্বন কাণ্ডটি ঘটান গিরিজাদেবী।
মুখ্যমন্ত্রী অবশ্য ব্যাপারটি স্মার্টলিই নেন৷ লাজুক হেসে তখনই গিরিজাদেবীকে সেখান থেকে বিদায় জানান৷ অতঃপর স্টেজ থেকে নেমে যান গিরিজাদেবী। পরে গিরিজাদেবীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এই প্রথম আমি মন্ত্রীকে সচক্ষে দেখলাম৷ আবেগ ধরে রাখতে পারিনি তাই চুমু খেয়ে ফেলেছি। তাছাড়া উনি আমার বাবার মতো”। গিরিজাদেবীর দাবি, তিনি কিছু ভুল করেছেন বলে মনে করেন না। তবে গিরিজাদেবী যা-ই বলুন না কেন, সূত্রের খবর, এই কাণ্ডে অপ্রস্তুত সিদ্ধারামাইয়া নিজেও।-কলকাতা
২৬ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই