আন্তর্জাতিক ডেস্ক : বাড়ির পরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গতকাল ঘটনাটি ঘটেছে কলকাতার গড়ফা থানার পি মজুমদার রোডে। আগুনে প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে মালবিকা দাশগুপ্ত (৪৫)। গুরুতর অবস্থায় তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্ত্রী মালবিকা দাশগুপ্তকে নিয়ে গড়ফা থানার ৪৯৯/১, পি মজুমদার রোডের বাড়িতে ভাড়া থাকেন পেশায় গ্রাফিক্স ডিজ়াইনার অমিতাভ দাশগুপ্ত। এই অবৈধ সম্পর্ক নিয়ে এর আগেও বেশ কয়েকবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। গতকাল রাতে অমিতাভ বাবু স্ত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা চেয়েছিলেন। তিনি তা দিতে অস্বীকার করলে, তখনই তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছে তাদের ১৪ বছরে মেয়ে ।
বাড়ি মালকিন ঝুনা চট্টোপাধ্যায় গিয়ে মালবিকা দেবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, “দাশগুপ্ত পরিবার মাত্র দু’মাস হয়েছে আমাদের বাড়িতে এসেছেন। ওদের বাড়ির কাজের মেয়েটার সঙ্গে অমিতাভ দাশগুপ্তর সম্পর্ক ছিল। সেটা নিয়েই তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত।”
গড়ফা থানার পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। অমিতাভ বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
২৭ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস