সোমবার, ২৭ জুন, ২০১৬, ০৫:৫৯:১০

ঘুষের ভাগ চাই, প্রকাশ্যে রাস্তায় মারামারি পুলিশের

ঘুষের ভাগ চাই, প্রকাশ্যে রাস্তায় মারামারি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক :পুলিশকে ঘুষ খেতে অনেকেই দেখে থাকবেন। কিন্তু, ঘুষের ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করতে পুলিশকে নিশ্চয়ই আগে কখনও দেখেননি। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুই কীর্তিমান পুলিশ কর্মীর খণ্ডযুদ্ধের এই ছবি।

লখনউয়ের ইতুঞ্চ থানা এলাকায় প্রকাশ্যে দিবালোকে হঠাৎই লড়তে দেখা গেল দুই পুলিশ কর্মীকে। কাছে যেতেই বোঝা গেল ঘুষের ভাগাভাগি নিয়েই চলছে জোর লড়াই। মারামারি করতে করতে নর্দমাতেও একবার পড়ে গেল তারা। তবুও হুঁশ ফিরল না। শেষ পর্যন্ত তাদের ঠেকাতে ছুটে গেলেন আরও তিন পুলিশ কর্মী। অনেক চেষ্টায় ছাড়ানো গেল তাদের। আর পুরো ঘটনাটি দেখতে রাস্তায় তখন তুমুল ভিড়। কেউ কেউ মোবাইলেও রেকর্ড করে নিলেন মজাদার এই দৃশ্যটি।

ঘটনাটি দিন কয়েক আগের হলেও সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। আর তারপরেই পুলিশের টনক নড়ে। অভিযুক্ত দুই পুলিশ কর্মী বীরেন্দ্র যাদব ও অনুজের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে লখনউ পুলিশ।-ইনাডু ইন্ডিয়ান

২৭জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে