সোমবার, ২৭ জুন, ২০১৬, ১০:০৮:৩৩

এসআইএ’র ফ্লাইটে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচল ২৪১ আরোহী

এসআইএ’র ফ্লাইটে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচল ২৪১ আরোহী

আন্তর্জাতিক ডেস্ক : এবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসআইএ) একটি ফ্লাইটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পাইলটের দক্ষতার কারণে প্রাণে বেঁচে গেছেন ২৪১ আরোহী।

এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিন থেকে তেল সংক্রান্ত সর্তক বার্তা পাওয়ার পর ইতালির মিলান অভিমুখী এয়ারলাইন্সটির বোয়িং ৭৭৭-৩০০এআর নিয়ে ফিরতি পথ ধরেন এর পাইলট। কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর এর ডান দিনের ইঞ্জিনে আগুন ধরে যায়।

তবে কোনো ধরনের সমস্যা ছাড়াই ফ্লাইটের ২২২ যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। এরপর অন্য একটি ফ্লাইটে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
২৭ জুন,২০১৬/ এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে