মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ১০:২০:২৭

ভারতকে রুখে দেয়ার দাবি করল পাকিস্তান

ভারতকে রুখে দেয়ার দাবি করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু সরবরাহ গোষ্ঠী বা এনএসজিতে ভারতের সদস্যপদ লাভের প্রচেষ্টা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ব্যর্থ করে দেয়ার দাবি করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ আজ এ দাবি করেছেন।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে সারতাজ আজিজ বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ বিষয়ে বিভিন্ন দেশের ১৭ জন প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগত ভাবে চিঠি দিয়েছেন। এ সময় পাকিস্তানে আটক ভারতের কথিত গুপ্তচর কুলভূষণ যাদব সম্পর্কে কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো কুলভূষণের বিরুদ্ধে আরও নতুন তথ্য ও আলামত সংগ্রহ করছে। কুলভূষণ যাদবের বিরুদ্ধে দ্রুতই আইনগত প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। গত বৃহস্পতিবার ভারতের সদস্যপদ সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয় এনএসজি।

এ সংস্থায় ঢোকার জন্য এনপিটি’তে সই করার শর্ত পূরণের বিষয়ে এনএসজি’র কয়েকটি সদস্য অনড় মনোভাব দেখানোয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান এবং ভারতের কেউই এনপিটিতে সই করে নি। তা সত্ত্বেও দেশ দু’টি ৪৮ সদস্য নিয়ে গঠিত এনএসজি’র সদস্যপদ পেতে ইচ্ছুক।
২৮ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে