মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০৭:৪০:৩৬

রাজ প্রসাদ ছেড়ে যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর সাথে ইফতার করলেন আসাদ

রাজ প্রসাদ ছেড়ে যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর সাথে ইফতার করলেন আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : বিলাসবহুল প্রাসাদে নয়, একেবারে মাটিতে বসে ইফতার করলেন প্রেসিডেন্ট। যেখানে আইএসের বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। মৃত্যু যেখানে পদে পদে দাঁড়িয়ে, সেখানে কীভাবে প্রসাদে বসে ইফতার করতে পারেন প্রেসিডেন্ট? তাই একেবারে যুদ্ধক্ষেত্রে দেশের সেনাবাহিনীর বীর যোদ্ধাদের সঙ্গে ইফতার করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

রাজধানী দামেস্কের গৌতা’র খারাবো এলাকার মারজ আল-সুলতান বিমানবন্দরে এই ইফতার আয়োজন করা হয়। সেখানে আইএসের সঙ্গে লড়ছে সিরিয়ার সরকারি বাহিনী। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সেই ইফতারের কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, সেনাসদস্যদের সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে ইফতার করছেন বাশার। ইফতারে অংশ নিয়ে বাশার আল আসাদ বলেন, ‘এটিই হচ্ছে আমার জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার।’ এর আগে তিনি আইএসের কাছ থেকে উদ্ধার হওয়া কিছু এলাকা ঘুরে দেখেন।

প্রসঙ্গত, রবিবার দিনের শুরুতে সিরিয়ার সেনারা রামিলা ও হামা প্রদেশের জুর আল সাস গ্রামের দখল নেয় আইএসের হাত থেকে। আলেপ্পো প্রদেশ এবং তুরস্ক সীমান্তসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে বর্তমানে আইএসের সঙ্গে দফায় দফায় যুদ্ধ চলছে সেনাবাহিনীর। জীবনমরণের ঠিক নেই সেনা-জওয়ানদের। সেখানে দাঁড়িয়ে প্রেসিডেন্টের সাথে, এই ইফতার নিঃসন্দেহে সেনা-জওয়ানদের আরো উৎসাহিত করবে।

জাতিসংঘের তথ্যমতে, সিরিয়ায় ২০১১ সাল থেকে এখনো পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া ঘরবাড়ি হারিয়েছেন সিরিয়ার মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ। যুদ্ধের আগে সিরিয়ার জনসংখ্যা ছিল দুই কোটি ৩০ লাখ।
২৮ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে