আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো মালয়েশিয়ার ইসলামিক শরীয়াহ হাইকোর্টে দুই নারী বিচারক নিয়োগ দেয়া হয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির বিচার বিভাগের ইতিহাসে নারী বিচারক নিয়োগের ঘটনা এটাই প্রথম।
নারী বিচারক হলেন নুর হুদা রোসলান (৪০) ও নেনি শুহাইদাহ শামসুদ্দিন (৪১)।
সেলানগরের সুলতান শারাফুদ্দিন ইদ্রিস শাহ তাদের নিয়োগপত্র হস্তান্তর করেন। ইস্তানা বুকিত কায়াগনানে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে নিয়োগপত্র দেয়া হয়।
বিচারক রোসলান ও নেনি শুহাইদাহ বলেন, বিচার বিভাগের জন্য এটি একটি ইতিবাচক উন্নয়ন।
নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য উৎখাতে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছে মালয়েশিয়া।
তারা বলেন, ভবিষ্যতে আরো অনেক নারীকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ দয়িত্বে নিয়োগ দেয়া হবে।
ওই দুই নারী ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রিধারী। পরে তারা মনোবিজ্ঞান এবং আন্তর্জাতিক ও তুলনামূলক আইন অধ্যায়ন বিষয়েও পড়াশোনা করেন।
শুহাইদাহ এর আগে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের চেম্বারে সিনিয়র শরীয়াহ অফিসার এবং হুদা সেলানগরের শরীয়াহ বিচার বিভাগের প্রধান রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। সূত্র : হিন্দুস্তান টাইমস
২৮জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম