আন্তর্জাতিক ডেস্ক : মাটির ঘরের মেঝে থেকে আচমকাই বেরিয়ে এলো কেউটে সাপের বাচ্চা। একটা-দুটো নয়। একসঙ্গে গোটা বিশেক কেউটে বাচ্চা বেরিয়ে আসে। একসঙ্গে এতগুলো কেউটে বাচ্চা দেখে পরিবারের সদস্যদের তখন পড়িমরি অবস্থা। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মধ্য দুর্গাপুর এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার সকালে শিবাজিপ্রসন্ন রায়ের বাড়িতে ওই কেউটে বাচ্চাগুলি দেখা যায়। শিবাজিপ্রসন্ন রায় জানান, বাড়ির মাটির রান্নাঘরে সাপের বাচ্চা ঘুরে বেড়াতে দেখেন তিনি। সাপগুলি চিনতে পেরেই ভয় পেয়ে যান। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে দেখে, তাদের আর কিছুই করার নাই।
খবর দেওয়া হয় রায়গঞ্জে পিপলস ফর অ্যানিম্যালকে। ওই সংগঠনের সদস্যরা মাটি খুঁড়ে বের করে গোটা বিশেক সাপের বাচ্চা সহ কয়েক ফুট লম্বা আরেকটি সাপকে। পিপলস ফর অ্যানিম্যালের সদস্যরা জানান, সাপগুলিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে। বিষাক্ত সাপগুলি উদ্ধারের পর হাঁফ ছাড়েন শিবাজিপ্রসন্ন রায় ও তার পরিবারের সদস্যরা। -
২৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস