বুধবার, ২৯ জুন, ২০১৬, ০১:১৩:২৬

ফেসবুকে বিকৃত ছবি,আত্মহত্যা তরুণী

ফেসবুকে বিকৃত ছবি,আত্মহত্যা তরুণী

আন্তর্জাতিক ডেস্ক :ছ'দিন ধরে ফেসবুকের পাতায় টাঙানো ছিল ২১ বছরের মেয়েটির বিকৃত ছবি। বিকৃত ছবি,  নারীর দেহে জুড়ে দেওয়া ছিল মেয়েটির মুখ। প্রথমে বাবা-মা, পরে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন একে একে সবার কাছে 'ছোট' হতে হয়েছে। লজ্জা-ঘেন্না ভুলে বারবার সবাইকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, ছবিটি তাঁর নয়। বেশিরভাগই তা মানতে চাননি। পুলিশকে জানিয়েছেন। কোনও লাভ হয়নি। তখনও ফেসবুকের খোলা হাটে শোভা পাচ্ছে সেই কুত্‍‌সিত ছবি। দিব্যি ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত। লজ্জায়, অপমানে, চরম খেদে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলেন চেন্নাইয়ের ভানুপ্রিয়া।

সোমবার সালেমের বাড়িতে উদ্ধার করা হয় ভানুপ্রিয়ার ঝুলন্ত দেহ। পাশে পড়ে থাকা সুইসাইড নোটে লেখা ছিল, 'আমার বাবা-মাই যখন আমায় বিশ্বাস করেন না, তখন আর বেঁচে থেকে কী লাভ?' অনলাইনে যারা তার ফেসবুকে বিকৃত ছবি, পোস্ট করেছে, তাদের কখনও নিজের এমন ছবি পাঠাননি বলে বারবার বুঝিয়েছিলেন ভানুপ্রিয়া। তবে, তাঁর বাবা-মাও সে কথা বিশ্বাস করেননি বলেই সুইসাইড নোটে দাবি করেছেন তিনি।

পুলিশের সন্দেহ, কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েট ভানুপ্রিয়ার নামে অন্য কেউ ফেসবুকে প্রোফাইল খুলে ভানুপ্রিয়ার বিকৃত ছবি পোস্ট করেছে। শীর্ষ পুলিশ কর্তা অমিত কুমার জানিয়েছেন, আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে তাঁরা মামলা দায়ের করেছেন এবং ফেসবুকের ওই অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছেন।

যদিও ভানুপ্রিয়ার পরিবারের অভিযোগ, চলতি মাসের ২৩ তারিখ তাঁরা এ বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। ছবিগুলি ফেসবুক থেকে সরিয়ে ফেলা ও দোষীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন তাঁরা।-এই সময়
২৯জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/আরিফ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে