আন্তর্জাতিক ডেস্ক : দুই মহাদেশের নগর খ্যাত তুরস্কের ইস্তাম্বুলে দেশটির প্রধান বিমানবন্দর আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৮ জন নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা ও বিবিসি।
স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে বিমানবন্দর টার্মিনালের প্রবেশ মুখে অস্ত্রধারী দুই সন্ত্রাসী গুলি বর্ষণ করে টার্মিনালে অবস্থানরত যাত্রী ও স্বজনদের উপর। পর মুহূর্তেই আক্রমণকারী নিজের গায়ে জড়ানো বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
বিমানবন্দরের প্রত্যক্ষদর্শীদের জানায়, হামলাকারীদের নিষ্ক্রিয় করতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা গুলি ছুড়লে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। নিহতদের পরিচয় সুস্পষ্ট না হলেও তারা যাত্রী ও বিমানবন্দর কর্মীই হবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
তুরস্কের এক সরকারি কর্মকর্তা বলেন, হামলাকারীরা বিমানবন্দরের প্রবেশমুখের একটি চেক পয়েন্টে পৌঁছালে তাদের আটকাতে গুলি চালায় পুলিশ। কালাশনিকভ বন্দুক দিয়ে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা এবং তারপর বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় আত্মঘাতী হামলাকারী।
এ বছর তুরস্কে বেশ কয়েক দফায় বোমা হামলা হয়েছে। এর মধ্যে ইস্তামবুলের পর্যটন এলাকায় দুই দফা আত্মঘাতী হামলা হয়, যার জন্য আইএসকে দায়ী করা হয়। এছাড়া রাজধানী আঙ্কারায় দুটি গাড়ি বোমা হামলা হয়, যার দায় করে একটি কুর্দি জঙ্গি গ্রুপ।
তুরস্কের সংবাদমাধ্যম সূত্রের খবর, গভীর রাতে চার জন সশস্ত্র জঙ্গি বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়ে। গুলির শব্দও শুনতে পেয়েছেন কেউ কেউ। আইএস বা কুর্দি জঙ্গিরা এই হামলা করে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা তুরস্কের।
আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ইস্তাম্বুল জেলা প্রশাসন। দ্রুততম সময়ে কমপক্ষে ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে জরুরি সেবা দিয়েছে।
২৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস