বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৫:৩৫:১০

গার্লফ্রেন্ডের 'অত্যাচারে আত্মঘাতী' যুবক

গার্লফ্রেন্ডের 'অত্যাচারে আত্মঘাতী' যুবক

আন্তর্জাতিক ডেস্ক: গার্লফ্রেন্ডের 'অত্যাচার' সহ্য করতে না পেরে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। হিতেশ নামের ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বজনদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এবিপি লাইভ।

প্রতিবেদনে বলা হয়, বাড়ির লোকজন হিতেশের মোবাইল ফোন পরীক্ষা করে চমকে যান। তারা দেখেন, এতে ৩৫১ বার 'মিসড কল' দিয়েছে তার গার্লফ্রেন্ড। পরিবারের অভিযোগ, ছয় মাস আগে হিতেশকে  মিথ্যা অপবাদ দিয়ে মামলায় ফাঁসিয়ে দেয় তার গার্লফ্রেন্ড; এজন্য কারাগারেও যেতে হয় তাকে। কারাগার থেকে ছাড়া পেয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছিলেন হিতেশ। কিন্তু তার ওপর অত্যাচার চালাতে শুরু করেন ওই তরুণী।

স্বজনদের দাবি, প্রতিদিন হিতেশের মোবাইল ফোনে ৩০০-৪০০ বার ফোন করত ওই তরুণী। হিতেশের ফোনটি জব্দ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই মেয়েটির বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানের পর তদন্তের অভিমুখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

২৯জুন,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে