আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র কয়েক সপ্তাহ পরেই রিও অলিম্পিকের পর্দা উঠবে। এর আগেই বিমানবন্দরে সামনে ব্রাজিলের জরুরি সেবা বিভাগের কর্মীদের একটি প্রতিবাদী ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। অলিম্পিক উপলক্ষে আসা পর্যটকদের উদ্দেশে ওই ব্যানারে লেখা ছিল, ‘আপনাকে জাহান্নামে স্বাগতম। পুলিশ ও অগ্নিনির্বাপন বাহিনীকে বেতন দেওয়া হচ্ছে না। যারাই রিও ডি জেনিরিওতে আসছেন তারা নিরাপদ নন।’
বর্তমানে ব্রাজিলের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। এতটাই নাজুক যে তেলের অভাবে পুলিশের টহল হেলিকপ্টার ও গাড়িগুলো থেমে আছে। এছাড়া পুলিশকে কলম ও টয়লেট পেপারের জন্য অনুদান প্রার্থণা করতে হচ্ছে।
আন্দ্রে নামে এলিট পুলিশ ফোর্সের এক সদস্য বলেন, ‘থানাগুলোতে কাগজ ও প্রিন্টের জন্য কালি নাই। পরিচ্ছন্ন কর্মীরা আসে না। অনেক থানায় পানি সরবরাহ বন্ধ থাকায় টয়লেটগুলো ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। জনসাধারণ আমাদেরকে টয়লেট পেপার সরবরাহ করছে।’
গত সোমবার বকেয়া বেতনের দাবি ও বাজে কর্মপরিবেশের প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রায় ৩০০ পুলিশ সদস্য। বিমানবন্দরের বাইরে একটি উড়ালসেতুতে প্রতিবাদকারীরা লিখে রেখেছেন, ‘ স্বাগতম, আমাদের কোনো হাসপাতাল নেই।’
পুলিশ জানিয়েছে, আগামী ৫ আগস্ট অলিম্পিক গেমস শুরু হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই বেহালদশা অলিম্পিক উপলক্ষে আসা প্রায় ৫০ লাখ বিদেশি পর্যটককে ঝুঁকির মুখে ফেলবে।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর