বুধবার, ২৯ জুন, ২০১৬, ০১:১৮:৫৩

ইস্তাম্বুলের পর জঙ্গিদের টার্গেট ছিল হায়দারাবাদ, গ্রেফতার ১১

ইস্তাম্বুলের পর জঙ্গিদের টার্গেট ছিল হায়দারাবাদ, গ্রেফতার ১১

আন্তর্জাতিক ডেস্ক : ইস্তানবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলার পর বিশ্ব জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বের সমস্ত বিমানবন্দরগুলিতে চলছে জোরদার তল্লাশি। এসবের মধ্যেই এবার জঙ্গি সন্দেহে ১১ জনকে গ্রেফতার করল এনআইএ। হায়দরাবাদ থেকে ওই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কর ইস্তাম্বুলে ভয়াবহ বোমা হামলার পর জঙ্গিদের টার্গেট ছিল ভারতের হায়দারাবাদ। এমন তথ্যের ভিত্তিতে ভারতের এই রাজ্যে আইএস জঙ্গিদের ঘাটির সন্ধান পায় দেশটির গোয়েন্দারা।

এদিকে জঙ্গি ঘাটির সন্ধান পাওয়ার পর পরই শুরু করা হয় অভিযান। অভিযানে সেখান থেকেই ওই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংশ্লিষ্টরা। খবর ইন্ডিয়ান ডটকম।

জানা যাচ্ছে, সিরিয়া থেকে আইএস নেতৃত্বের নির্দেশই হায়দরাবাদের ওই জঙ্গি ডেরায় কাজ চালানো হত। শুধু তাই নয়, তুরস্কে হামলা চালানোর পর, এদের হায়দরাবাদেও হামলা চালানোর পরিকল্পনা ছিল। শুনলে অবাক হবেন, বুধবার ভোর ৫টা নাগাদই হায়দরাবাদে হামলা চালানোর পরিকল্পনা করেছিল জঙ্গিদের ১১ জনের ওই দলটি ।

মোঘলপুরা, মীরচক এবং ভবানীনগর এলাকা থেকেই গ্রেফতার করা হয় ওই ১১ জনকে । তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ সব উদ্ধার করেছে পুলিশ। হায়দরাবাদ ছাড়া আর কোথায় কোথায় ওই জঙ্গিদের হামলা চালানোর পরিকল্পনা ছিল, সে বিষয়ে জেরা শুরু করা হয়েছে।

সম্প্রতি, গোটা দেশ জুড়ে তল্লাশি চালিয়ে ১২ জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছিল এনআইএ। তাদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল হায়দরাবাদ থেকেই।
২৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে