বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৫:২২:১৬

ইসলাম অবমাননার দায়ে পাকিস্তানে ৩ জনের মৃত্যুদণ্ড

ইসলাম অবমাননার দায়ে পাকিস্তানে ৩ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী একটি আদালত ইসলাম অবমাননার দায়ে দেশটির একজন মুসলমান এবং দুই খ্রিস্টান নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। এ ছাড়া আরো দুই জনকে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারক বুশরা জামান এ রায় ঘোষণা করেছেন।

গত বছরে মে মাসের ১৫ তারিখে গুজরানওয়ালা থানার স্যাটেলাইট টাউনে মামলাটি দায়ের করা হয়। এফআইআরে বলা হয়েছে, আনজুম নাজ পুলিশের কাছে তার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ দায়ের করে। জাভেদ নাজ এবং জাফর আলির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ জাভেদ নাজ এবং জাফর আলিকে আটক করলে কেঁচো খুড়তে সাপ বের হয়ে আসে। তারা দু’জনে আনজুম নাজ’এর ইসলাম অবমাননামূলক কথাবার্তা রেকর্ড করেছে এবং তার ভিত্তিতে ব্ল্যাকমেইল করছিল বলে পুলিশের তদন্তে ওঠে আসে। আনজুম নাজের এ সব কথা রেকর্ড করেছিল জাভেদ নাজ। পুলিশ পরে তিনজনকেই আটক করে।

১১ জনের দেয়া সাক্ষী এবং অন্যান্য আলামতের ভিত্তিতে তিন জনকেই দোষী সাব্যস্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে আদালত। অবশ্য এ রায়ের বিরুদ্ধে পাকিস্তানের হাইকোর্টে আপিল করা যাবে।
২৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে