বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৫:৩৮:১৪

'ব্রিটেনে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের আতঙ্ক বেড়েছে'

'ব্রিটেনে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের আতঙ্ক বেড়েছে'

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে মুসলমানদের বিরুদ্ধে হামলার ঘটনা কয়েকগুণ বেড়েছে এবং দেশটি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর তা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মুসলমানদের বিরুদ্ধে হামলার ঘটনা মনিটরিং’এ নিয়োজিত সংস্থা ‘টেল মামা’ এ তথ্য দিয়েছে। এ সংস্থার বাৎসরিক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে গত বছর মুসলমানদের ওপর হামলার ঘটনা ৩২৬ শতাংশ বেড়েছে। এ জাতীয় ঘটনা ১৪৬ থেকে বেড়ে ৪৩৭-এ দাঁড়িয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আরো বলা হয়েছে, হিজাবধারী মুসলমান নারীরা মারাত্মক পরিস্থিতিতে পড়েছেন। হামলার আশংকায় তাদের অনেকের পক্ষেই প্রাত্যহিক কাজ-কর্ম চালানো পর্যন্ত অসম্ভব হয়ে দেখা দিয়েছে। এতে বলা হয়েছে, ধর্ম ভিত্তিক বিদ্বেষের কারণে হামলার শিকার হয়েছেন যারা তাদের ৬১ শতাংশই নারী। এ ছাড়া, সংস্থাটির তদন্তে আরো ওঠে এসেছে এমন ঘটনার শিকার হয়েছেন যারা তাদের ৭৫ শতাংশই হলেন মুসলিম নারী।

টেল মামা’র সভানেত্রী এবং লেবার পার্টির সাবেকমন্ত্রী শাহীদ মালিক বলেন, ব্রিটেন এক অভূতপূর্ব পরিস্থিতিতে পড়েছে। অন লাইন এবং রাস্তাঘাটে মুসলমান নারীরা বিদ্বেষের শিকার হচ্ছেন তা পরিসংখ্যান থেকে উঠে আসছে। তিনি আরো বলেন, এ নিয়ে সরকারের কোনো ভুল ধারণা থাকা উচিত নয়। ব্রেক্সিটি এবং তার সাথে পাল্লা দিয়ে বর্ণবাদ বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে ব্রিটেনের সংখ্যালঘুদের জন্য পরিস্থিতি আরো খারাপ হবে।

এ সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারলে ব্রিটেনের ইতিহাসে তার উল্লেখযোগ্য এবং সুদূর প্রসারী প্রভাব পড়বে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি।-ইকনা
২৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে