বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৬:০৯:২৮

জেলের ফাঁসি দেয়ার ঘটনা বউকে দেখাতে গিয়ে পুলিশের গলায় ফাঁসি!

জেলের ফাঁসি দেয়ার ঘটনা বউকে দেখাতে গিয়ে পুলিশের গলায় ফাঁসি!

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীকে দেখাতে চেয়েছিলেন, কী ভাবে অপরাধীদের জেলের ভেতরে ফাঁসি দেয়া হয়। টেবিলের উপর উঠে নাইলন দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বোঝাচ্ছিলেন, অপরাধীদের ফাঁসিকাঠে তুলে ঝুলিয়ে দিলেই সব শেষ। টেবিলটা হঠাত্‍‌ সরে যাওয়ায় গলায় ফাঁস লেগে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন মুম্বাই পুলিশের কনস্টেবল গোবিন্দ বালাজি দাভলে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায়।

পুলিশ সূত্রের খবর, গোবিন্দ বালাজি দাভলে ঘাটকোপার পুলিশ স্টেশন ফায়ারিং রেঞ্জে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। সোমবার গোবিন্দ দাভলের স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন, কী ভাবে অপরাধীদের ফাঁসি দেয়া হয়। স্ত্রীকে মুখে না বুঝিয়ে ডেমো দিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি। একটি ছোট টেবিল জোগাড় করেন। জাম-কাপড় মেলার একটি নাইলনের দড়ি সিলিংয়ের লাগিয়ে গলায় ফাঁস দেন। তখনই বিপদ ঘটে।

স্ত্রীর অসাবধানতার কারণে টেবিলটা গোবিন্দর পায়ের তলা থেকে সরে যায়। গলায় ফাঁস লেগে ঝুলে যান তিনি। বাঁচার চেষ্টা করতে থাকেন। কিন্তু এতে আরো বেশি করে ফাঁস লাগতে থাকে আর শ্বাস বন্ধ হতে থাকে। স্ত্রী চিৎকার শুনে প্রতিবেশীরা এসে গোবিন্দকে উদ্ধার করে। পরে গোবিন্দ দাভলেকে ভর্তি করা হয় আগরওয়াল হাসপাতালে। এখনো ICU-তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গোবিন্দ। চিকিত্‍‌করা জানিয়েছেন, শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।-টাইমস অফ ইন্ডিয়া
২৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে