বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৮:৫৩:৩৪

যুদ্ধ করে কাশ্মীর জিততে পারবে না পাকিস্তান : হিনা রব্বানি

যুদ্ধ করে কাশ্মীর জিততে পারবে না পাকিস্তান : হিনা রব্বানি

আন্তর্জাতিক ডেস্ক : আবার বিস্ফোরক হিনা রব্বানি খার। পাকিস্তান কোনো দিন যুদ্ধ করে কাশ্মীর জয় করতে পারবে না বলে মন্তব্য করেছেন এই সাবেক পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রী। পাক সংবাদমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। হিনার পরামর্শ, একমাত্র আলোচনাতেই সমাধান হতে পারে কাশ্মীর সমস্যার।

গত সোমবারই হিনা রব্বানি খারের অন্য একটি বিস্ফোরক মন্তব্য সামনে এসেছিল। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পাকিস্তানের শিশুদেরকেও ভারতকে ঘৃণা করতে শেখানো হয়। অন্য একটি দেশকে ঘৃণা করা পাকিস্তানের জাতীয় পরিচিতিতে পর্যবসিত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন হিনা।

আজ ২৯ জুন বুধবার সামনে এসেছে সাক্ষাৎকারে হিনার করা আর একটি মন্তব্য। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, পাকিস্তান যুদ্ধ করে কাশ্মীর জয় করতে পারবে না। এবং আমরা যদি তা নাই করতে পারি, তা হলে আমাদের সামনে একমাত্র পথ হলো আলোচনা। এবং আলোচনা তেমন দেশের সঙ্গেই হতে পারে, যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক এবং ন্যূনতম পারস্পরিক বিশ্বাস রয়েছে।’

হিনা রব্বানি খার ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিপিপি নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। ভারতের সঙ্গে সম্পর্কে স্বাভাবিকতা আনতে সেই সরকার পাকিস্তানের বর্তমান সরকারের চেয়ে অনেক বেশি সক্রিয় ছিল বলেও হিনা মন্তব্য করেছেন।
২৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে