বুধবার, ২৯ জুন, ২০১৬, ১১:০৩:১৩

তুরস্কের সঙ্গে আবার সুসম্পর্ক গড়ে তুলতে চান পুতিন

তুরস্কের সঙ্গে আবার সুসম্পর্ক গড়ে তুলতে চান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য তার সরকারকে নির্দেশ দিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ফোনালাপের পর তিনি এই নির্দেশ দিলেন।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। রুশ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় লাভজনক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তুর্কি সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে হবে। এর আওতায় তুরস্কের পর্যটন শিল্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট আশা করেছেন, তুরস্কে রুশ নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি ব্যবস্থা নেবে তুর্কি সরকার। প্রেসিডেন্ট এরদোগানও বলেছেন, তার দেশে রুশ নাগরিকদের নিরাপত্তা জন্য প্রয়োজনীয় সবকিছু করবেন। এর আগে পুতিন ও এরদোগানের মধ্যে টেলিফোনে কথা হয়। সে সময় দুই নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। শিগগিরি তারা ব্যক্তিগত বৈঠকে বসবেন বলে ক্রেমলিন জানিয়েছে।
২৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে