বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ০৫:৫৩:৫৯

চিকিত্‍সার খরচ জোগাতে না পেরে ৬ বছরের সন্তানকে খুন করলেন মা

চিকিত্‍সার খরচ জোগাতে না পেরে ৬ বছরের সন্তানকে খুন করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক: চিকিত্‍সার খরচ জোগাতে না পেরে ৬ বছরের ছেলেকে খুন করল মা। মুম্বইয়ের চেম্বুরের বাসিন্দা, ২৭ বছরের সাবিত্রী টিপান্না, বাড়িরের মধ্যেই খুন করেন ৬ বছরের ছেলে দেবরাজকে। পরে শিশুটিকে রাজাওয়াড়া হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, এই খুনের পিছনে মায়ের হাত যে রয়েছে, তা স্পষ্ট। মৃতের গলায় আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছে। খুনের দায় স্বীকার করেছেন মৃতের মা।


মৃগী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল দেবরাজকে। কিন্তু আর্থিক সঙ্কটের জেরে চিকিত্‍সা চালিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না সাবিত্রীদেবীর। বহু বছর আগেই স্বামীকে হারিয়ে অথৈ জলে পড়েছিলেন তিনি। সংসার টানবেন কীভাবে, তা ভাবতে ভাবতেই ছেলের দুরারোগ্য রোগের চিকিত্‍সা করাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি। পুলিশ জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, সাবিত্রী টিপান্নার বিরুদ্ধে ৩০২ ধারায় (খুন) মামলা দায়ের করা হয়েছে।-এই সময়

৩০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে