বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ০৯:০৮:৫৩

মালালা এখন কোটি কোটি টাকার মালিক!

মালালা এখন কোটি কোটি টাকার মালিক!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ১৫ বছর বয়সী নোবেল বিজয়ী কিশোরী মালালা ইউসুফজাই এখন ধনকুবের। গত কয়েক বছরে তিনি এত বেশি পরিমাণ অর্থ আয় করেছেন যে ইচ্ছে করলেই তাকে ‘মিলিওনিয়ারদের’ দলে ফেলা যায়। ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল পত্রিকা।

প্রকাশনা প্রতিষ্ঠান ওয়েইডেনফেল্ড অ্যান্ড নিকলসনে স্মৃতিকথা প্রকাশের এক চুক্তি করে রাতারাতি কোটিপতি হতে যাচ্ছে মালালা। চুক্তি অনুযায়ী মালালা ৩ মিলিয়ন মার্কিন ডলারের (২৩ কোটি ৪৫ লাখ ২৫ হাজার টাকা) মালিক হয়েছেন।

এ বছরের শেষ নাগাদ তার স্মৃতিকথা প্রকাশিত হবে। মালালার স্মৃতিকথা নিয়ে প্রকাশিতব্য বইটির নাম হবে ‘আই অ্যাম মালালা’।
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে