আন্তর্জাতিক ডেস্ক : আপনি কি আপনার স্ত্রীর ফেসবুক একাউন্ট নিয়ে সন্দেহ প্রকাশ করছেন! সে কার কার সাথে চ্যাটিং করেন, কার সাথে যোগাযোগ করছেন, এমন? তাহলে এখনই সাবধান হয়ে যান। তা না হলে কপালা খারাপিই আছে।
ভাবছেন এসব আবার কি কথা? হ্যাঁ, যুক্তিযত কথাই। কারণ, সম্প্রতি নিজের বউয়ের ফেসবুক আইডি হ্যাক করে গ্রেফতার হয়েছেন স্বামী! আর সে ঘটনাটি ঘটেছে ভারতের ফরিদাবাদ। গ্রেফতারকৃত স্বামীর নাম, সচিন জিন্দাল। তাকে পুলিশ প্রযুক্তি আইনের ৬৬ এ ধারায় গ্রেফতার করেছে।
গুরগাওয়ের সচিন জিন্দাল, নিজের বউয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বউয়ের বন্ধুদের আপত্তিকর ছবি পাঠিয়েছিলেন, ব্যাস, পুলিশর কাছে অভিযোগ দায়ের করেন স্ত্রী। আর পুলিশও তদন্ত করে সত্যতা পেয়ে স্বামীকে গ্রেফতার করেন।
জানা গেছে, ১৪ এপ্রিল থেকেই যে পাসওয়ার্ডে ফেসবুক অ্যাকাউন্ট চালাতেন, তা আর খুলছিল না। পরে বন্ধুদের কাছ থেকে অভিযোগ পান, তার প্রোফাইল থেকে আপত্তিকর ছবি পাঠানো হয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ করেন ওই মহিলা। পুলিশ তদন্তে নেমে যে সত্য সামনে নিয়ে আসে, তাতে মাথায় হাত স্ত্রীর। নিজের স্বামীই কিনা ফেসবুক হ্যাক করে আপত্তিকর ছবি পাঠাচ্ছে!
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন