আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনীতিতে বিলাবল জারদারি ভুট্টো এখন অতীত। সেসময় দেশটির পরাষ্ট্রমন্ত্রী ছিলেন হিনা রব্বানি খার। তবে এই বিলাবল-হিনা প্রণয় নিয়ে আন্তর্জাতিক স্তরে নানা জল্পনা চলেছিল। তার পরেই বিলাবল পাকিস্তান ছাড়েন।
এদিকে বর্তমানে আবারও সংবাদ শিরোনামে পাকিস্তানের এই সুন্দরী রাজনীতিক। কাশ্মীর নিয়ে তার মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে সীমান্তের ওপারে। কী বলেছেন হিনা? তার সাফ কথা, লড়ে ভারতের থেকে কোনও দিনই কাশ্মীর নিতে পারবে না পাকিস্তান।
তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, যুদ্ধ করে কোনও দিনই কাশ্মীরের দখল নিতে পারবে না পাকিস্তান। আর সেটা যদি করতে না-ই পারি, তা হলে আমাদের কাছে একমাত্র বিকল্প হল আলোচনা। তবে এ-ও ঠিক, আলোচনা সকলের সঙ্গে করা যায় না। একমাত্র তার সঙ্গেই আলোচনা সম্ভব যার সঙ্গে আমাদের সম্পর্ক সহজ এবং স্বাভাবিক। যেখানে পারস্পরিক বিশ্বাসযোগ্যতার ন্যূনতম একটি পর্যায়ে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক, আলোচনা চলতে পারে সেখানেই।’
এরমানে, পাকিস্তানের রাজনৈতিক মহলের অধিকাংশেরই ব্যাখ্যা, হিনা রব্বানি ঘুরিয়ে বলতে চেয়েছেন, কাশ্মীর-কাশ্মীর করে চেঁচিয়ে পাকিস্তান অযথাই সময় নষ্ট করছে। সামরিক শক্তিতে পাকিস্তান যে ভারতের থেকে বেশ কয়েক কদম পিছিয়ে, ঠারেঠোরে সে কথাই বলতে চেয়েছেন হিনা। শুধু তা-ই নয়, দ্বিপাক্ষিক আলোচনার পরিবেশও যে এখন নেই, সে ইঙ্গিতও রয়েছে তাঁর কথায়।
এখানেই থামেননি এই সুন্দরী। তিনি বলেছেন, ‘গত ছ’দশক ধরে পাকিস্তানের শিশুদের শিখিয়ে আসা হচ্ছে যে, ঘৃণাই আমাদের জাতীয় পরিচয়। আমরা সেটাই করে আসছি তাদের সঙ্গে, যারা ভৌগোলিকভাবে আমাদের একেবারে কাছাকাছি রয়েছে। আমরা বরাবরই ভারতের প্রতি বিরূপ, এখন বিরূপ আফগানিস্তানের প্রতি।’
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন