আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে পুলিশের সদ্য উত্তীর্ণ ক্যাডেটদের একটি কনভয়ে আত্মঘাতী হামলা হয়েছে। এখন পর্যন্ত ৪০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই নতুন পুলিশ সদস্য।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পুলিশকর্মীদের নিয়ে এদিন ওয়াদরাক থেকে কাবুল যাচ্ছিল বাসটি৷ সেই সময়ই আত্মঘাতী হামলা চালানো হয়৷
স্থানীয় গভর্নর হাজি মোহাম্মদ মুসা খান জানিয়েছে, হামলায় বহু লোক আহত হয়েছে। তবে তালেবানদের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করেছে।
আফগান পুলিশ এবং সৈন্যরা তালেবানের অন্যতম প্রধান টার্গেট। সপ্তাহখানেক আগে কাবুলে একটি বাসে একই ধরণের এক হামলায় ১৪ জন মারা যায়।
পুলিশবাসে জঙ্গি হামলার পর আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি ট্যুইট করে বলেন, কাবুলে পুলিশবাসে হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ খুব শীঘ্রই এই সম্পর্কে বিস্তারিত জানানো হবে৷’
জঙ্গি হামলায় ১৪ নেপালি সেনার মৃত্যুর পর দু’ সপ্তাহ পর ফের হামলা চালানো হলো পুলিশ বাসে৷
৩০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই